Rights For Distressed Foundation

"Hope for humanity is alive, as long as one kind-hearted person is alive."

(RDF) – is a non-political, non-profit, non-governmental, voluntary human rights organization.

" The light of hope for humanity never extinguishes, as long as one kind-hearted person is alive "

(RDF) – is a non-political, non-profit, non-governmental, voluntary human rights organization.

📢 বিশেষ নোটিশ:
🔴 আমাদের ওয়েবসাইটের সার্বিক উন্নয়ন এর কাজ চলছে। কাজ চলাকালীন অবস্থায়, আপনাদের সাময়িক ভাবে কিছুটা অসুবিধা হতে পারে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদের ওয়েবসাইট উন্নয়নের কাজটি খুব দ্রুতই সম্পন্ন হবে। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।🔴

RDF এর লক্ষ্য ও উদ্দেশ্য

রাইটস ফর ডিসট্রেসড ফাউন্ডেশন মানুষের সকল প্রকার ন্যায্য অধিকার আদায় ও প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করবে। তাছাড়া এই ফাউন্ডেশনটি দেশ ও জাতির মঙ্গলের জন্য সরকারের পাশাপাশি সকল প্রকার উন্নয়নমূলক কাজে সহযোগিতাসহ নিজস্ব উদ্যোগে উন্নয়নমূলক কাজে উদ্যোগ গ্রহণ ও সম্পাদন করবে। এই ফাউন্ডেশন দেশ ও জাতির কল্যাণে দেশের অভ্যন্তরীণ যাবতীয় অন্যায়, অপরাধ, দুর্নীতি, সন্ত্রাস ও প্রতারণার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় কঠোর ভাবে বিরাটহীত করবে এবং সরকারের সহযোগিতায় প্রতিরোধ করবে। রাইটস ফর ডিসট্রেসড ফাউন্ডেশনটি আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি অরাজনৈতিক কল্যাণমুখী অরাজনৈতিক আইন ও সামাজিক উন্নয়ন মূলক বেসরকারি সংস্থা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ফাউন্ডেশনটি জনগণের সর্বোচ্চ নিয়োজিত কর্মসূচি যথাযথভাবে সম্পাদন করবে।

নিম্ন বর্ণিত সকল উদ্দেশ্যগুলি সফল করার কিংবা যেকোন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হবে। বাস্তবায়নের পূর্বে সরকার/সংশ্লিষ্ট কর্তৃপক্ষ/উপযুক্ত কর্তৃপক্ষের অবগত করার পর ফাউন্ডেশনটির কার্যক্রম আরম্ভ করা যাবে এবং এটি এর-২০ এবং ২১ ধারার বিধানের পরিপন্থী উদ্দেশ্য/উদ্দেশ্যাবলী অন্তর্ভুক্ত বলে গণ্য হবে।

১। রাইটস ফর ডিসট্রেসড ফাউন্ডেশন এর অধীনে সমাজসেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখা।

২। এই ফাউন্ডেশনটি ক্রেতা ও ভোক্তার পক্ষে সব ধরনের সালিশ ও প্রয়োজনীয় আইনীয় সহযোগিতা করতে পারবে।

৩। মানবাধিকার লঙ্ঘিত হয় এমন সব ধরনের কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রতিবাদ করতে পারবে এবং সরকারের সহযোগিতায় প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

৪। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে সাহিত্য, কলা ও বিজ্ঞান শিক্ষার কার্যক্রম গ্রহণ।

৫। অবহেলিত দারিদ্রপীড়িত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম গ্রহণ।

৬। অশিক্ষিত ও অর্ধশিক্ষিত মানবগোষ্ঠীকে উন্নত পদ্ধতিতে শিক্ষামূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া/গ্রহণ।

৭। জনসাধারণকে দরিদ্র জনগোষ্ঠীকে মানব সম্পদে উন্নয়ন কার্যাবলিতে উৎসাহ দান এবং দক্ষতা অর্জনে সক্ষম সম্পর্কে অবহিত করা।

৮। সাধারণ মানুষের স্বাস্থ্যসচেতনতা ও অর্থশিক্ষার মধ্যে পাঠাগার প্রতিষ্ঠা করে পাঠাভ্যাস গড়ে তোলার ব্যাপারে সচেতন করা।

৯। দুঃস্থ পুরাতন পাণ্ডুলিপি দেশের মধ্যে হারিয়ে যাওয়া লোকগীতির পুনরুদ্ধার করে তা প্রকাশ করা।

১০। প্রদর্শনশালা/জাদুঘর স্থাপনের মাধ্যমে মানুষের শিক্ষামূলক চিত্র প্রদর্শন করা।

১১। তর্ক/বিতর্ক সভার ও স্থাপনের মাধ্যমে মানুষের প্রদর্শনের ব্যবস্থা করা।

১২। ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে বিজ্ঞান প্রতিযোগীতার ব্যবস্থা গ্রহণ করা।

১৩। জনসাধারণের মধ্যে সাহিত্য বিষয়ক কার্যক্রম প্রচার করা।

১৪। প্রাকৃতিক ও ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে প্রচার বা শিক্ষামূলক গবেষণা কার্যক্রম গ্রহণ।

১৫। যান্ত্রিক ও বৈজ্ঞানিক নকশা সংগ্রহ ও সংরক্ষণ করে উহার উপকারিতামূলক প্রচারে প্রচারণা চালানো।

১৬। ইসলামিক শিক্ষার মান উৎকর্ষ সাধনের নিমিত্তে মসজিদ/মাদ্রাসা প্রতিষ্ঠা করে গরীব ওলামা ও ওলামায়ে কেরামদের বিনামূল্যে বই সরবরাহ করা।

১৭। এই ফাউন্ডেশনটি দেশে ও বিদেশের যেকোন স্থানে গিয়ে উদ্ঘাটিত ঘটনার তদন্ত যাচাই করতে পারবে। সংবাদ সংগ্রহ করে প্রতিবেদন ও পত্রিকার মাধ্যমে প্রকাশ করতে পারবে।

১৮। ইসলামিক শিক্ষার মান উৎকর্ষ সাধনের নিমিত্তে মসজিদ/মাদ্রাসা প্রতিষ্ঠা করে গরীব ওলামা ও ওলামায়ে কেরামদের বিনামূল্যে বই সরবরাহ করা ।

রাইটস ফর ডিসট্রেসড ফাউন্ডেশন মানুষের সকল প্রকার ন্যায্য অধিকার আদায় ও প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করবে। তাছাড়া এই ফাউন্ডেশনটি দেশ ও জাতির মঙ্গলের জন্য সরকারের পাশাপাশি সকল প্রকার উন্নয়নমূলক কাজে সহযোগিতাসহ নিজস্ব উদ্যোগে উন্নয়নমূলক কাজে উদ্যোগ গ্রহণ ও সম্পাদন করবে। এই ফাউন্ডেশন দেশ ও জাতির কল্যাণে দেশের অভ্যন্তরীণ যাবতীয় অন্যায়, অপরাধ, দুর্নীতি, সন্ত্রাস ও প্রতারণার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় কঠোর ভাবে বিরাটহীত করবে এবং সরকারের আরও পড়ুন>>

চেয়ারম্যান ও মহাসচিব এর পরিচয়

মোঃ ইমরান মোল্লা
(প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী)
রাইটস ফর ডিসট্রেসড ফাউন্ডেশন।

মো: রাশিদুল ইসলাম
(মহাসচিব)
রাইটস ফর ডিসট্রেসড ফাউন্ডেশন।

লক্ষ্য ও উদ্দেশ্য
শিক্ষা

আমাদের সমাজে অনেকেই পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার থেকে বঞ্চিত। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং দরিদ্র জনগোষ্ঠীর একটি বড় অংশ প্রতিদিন অপুষ্টির শিকার হচ্ছে। আপনার প্রতিটি দান এসব মানুষের কাছে স্বাস্থ্যকর খাবার পৌঁছে দিতে সাহায্য করবে, যা তাদের সুস্থ জীবন এবং উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি তৈরি করবে

আপনার ছোট্ট একটি দান তাদের মুখে হাসি ফোটাতে পারে। অপুষ্টিমুক্ত সমাজ গড়তে আজই আমাদের সাথে যোগ দিন এবং “স্বাস্থ্যকর খাবার” প্রদানে সহায়তা করুন আরও পড়ুন>>

চিকিৎসা

সুস্থতা সৃষ্টিকর্তার সবচেয়ে বড় নেয়ামত। কিন্তু প্রতি মুহূর্তে আমাদের চারপাশে অসংখ্য মানুষ কঠিন রোগ এবং শারীরিক যন্ত্রণার সাথে যুদ্ধ করে চলেছে। ব্যয়বহুল চিকিৎসা, ঔষধ এবং হাসপাতালের খরচ মেটাতে গিয়ে অনেক পরিবার তাদের শেষ সম্বলটুকুও হারিয়ে ফেলছে।

আসুন, আমরা একসাথে তাদের পাশে দাঁড়াই। আপনার ছোট একটি অনুদানই পারে একটি জীবন বাঁচাতে এবং একটি পরিবারকে বিপর্যয় থেকে রক্ষা করতে।

মানবতার সেবায় এগিয়ে আসুন। আপনার অনুদান দিয়ে একজন অসুস্থ মানুষের জীবন বাঁচান  আরও পড়ুন>>

স্বাস্থ্যকর খাবার

আমাদের সমাজে অনেকেই পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার থেকে বঞ্চিত। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং দরিদ্র জনগোষ্ঠীর একটি বড় অংশ প্রতিদিন অপুষ্টির শিকার হচ্ছে। আপনার প্রতিটি দান এসব মানুষের কাছে স্বাস্থ্যকর খাবার পৌঁছে দিতে সাহায্য করবে, যা তাদের সুস্থ জীবন এবং উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি তৈরি করবে

আপনার ছোট্ট একটি দান তাদের মুখে হাসি ফোটাতে পারে। অপুষ্টিমুক্ত সমাজ গড়তে আজই আমাদের সাথে যোগ দিন এবং “স্বাস্থ্যকর খাবার” প্রদানে সহায়তা করুন আরও পড়ুন>>

আইনি সহায়তা

RDF বিশ্বাস করে যে, ন্যায়বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। কিন্তু অজ্ঞতা বা আর্থিক অস্বচ্ছলতার কারণে অনেকেই এই অধিকার থেকে বঞ্চিত হন। আমাদের অভিজ্ঞ আইনবিদদের দল সমাজের সুবিধাবঞ্চিত এবং অসহায় মানুষদের বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান করে এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় মামলা পরিচালনায় সহায়তা করে। যেকোনো আইনি জটিলতায় আমরা আপনার পাশে আছি আরও পড়ুন>>

আশ্রয়

একটি নিরাপদ আশ্রয় প্রত্যেক মানুষের একটি মৌলিক অধিকার। কিন্তু নদী ভাঙন, প্রাকৃতিক দুর্যোগ বা চরম দারিদ্র্যের কারণে আমাদের দেশের বহু পরিবার আজ গৃহহীন। তারা খোলা আকাশের নিচে নিরাপত্তাহীন জীবন কাটাতে বাধ্য হচ্ছে। আপনার একটু সহযোগিতাই পারে এই মানুষগুলোকে একটি নিরাপদ ছাদ দিতে, তাদের এবং তাদের সন্তানদের জন্য একটি সুরক্ষিত পরিবেশ তৈরি করতে। আসুন, গৃহহীন মানুষের পাশে দাঁড়াই সাহায্যের হাত বাড়ান আরও পড়ুন>>

দুর্যোগে সহায়তা

প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশের অসংখ্য মানুষের জীবনকে বিপর্যস্ত করে তোলে। দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ, বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও ঔষধ প্রয়োজন হয়। আপনার আর্থিক সহায়তা একটি দুর্যোগকবলিত পরিবারের কাছে দ্রুত সাহায্য পৌঁছে দিতে এবং তাদের এই বিপর্যয় কাটিয়ে উঠতে শক্তি জোগাতে পারে। মানবতার এই সংকটে আপনার সাহায্যের হাত অমূল্য আরও পড়ুন>>

আমাদের অঙ্গীকার

আমরা, Rights for Distressed Foundation (RDF)-এর সদস্য হিসেবে, পরম করুণাময়ের নামে শপথ গ্রহণ করিতেছি যে,

• আমরা এই প্রতিষ্ঠানের গঠনতন্ত্র, লক্ষ্য এবং সকল নীতিমালার প্রতি পূর্ণরূপে বিশ্বাসী ও শ্রদ্ধাশীল থাকিব এবং সর্বদা এর মর্যাদা অক্ষুণ্ণ রাখিব।

• আমরা আমাদের উপর অর্পিত সকল সাংগঠনিক দায়িত্ব ও কর্তব্য সর্বোচ্চ নিষ্ঠা, সততা, স্বচ্ছতা এবং আন্তরিকতার সহিত পালন  আরও পড়ুন>>

আমরা, Rights for Distressed Foundation (RDF)-এর সদস্য হিসেবে, পরম করুণাময়ের নামে শপথ গ্রহণ করিতেছি যে,

• আমরা এই প্রতিষ্ঠানের গঠনতন্ত্র, লক্ষ্য এবং সকল নীতিমালার প্রতি পূর্ণরূপে বিশ্বাসী ও শ্রদ্ধাশীল থাকিব এবং সর্বদা এর মর্যাদা অক্ষুণ্ণ রাখিব।

• আমরা আমাদের উপর অর্পিত সকল সাংগঠনিক দায়িত্ব ও কর্তব্য সর্বোচ্চ নিষ্ঠা, সততা, স্বচ্ছতা এবং আন্তরিকতার সহিত পালন করিব।

• আমরা জাতি-ধর্ম-বর্ণ, লিঙ্গ, গোত্র ও সামাজিক অবস্থান নির্বিশেষে সকল মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকিব এবং সকলের মধ্যে সমতার নীতি প্রতিষ্ঠায় অবিচল থাকিব।

• আমরা সমাজের সুবিধাবঞ্চিত, নির্যাতিত ও অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায় এবং মানবাধিকার সুরক্ষার জন্য আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সর্বদা সচেষ্ট থাকিব।

• আমরা প্রতিষ্ঠানের ঐক্য, সম্মান ও স্বার্থ ক্ষুণ্ণ হয় বা এর ভাবমূর্তি নষ্ট হতে পারে, এমন যেকোনো ধরনের কার্যকলাপ থেকে নিজেদের সম্পূর্ণরূপে বিরত রাখিব।

হে মহান সৃষ্টিকর্তা, আপনি আমাদেরকে দেশ ও দশের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করার এবং মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করার তৌফিক, শক্তি ও প্রজ্ঞা দান করুন। আমিন।“

উপসংহার:
এই শপথ গ্রহণের মাধ্যমে আমরা প্রত্যেকে একতাবদ্ধ হয়ে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে আমাদের যাত্রা অব্যাহত রাখি। RDF পরিবারের প্রতিটি সদস্য এই অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে দেশ ও জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে সর্বদা প্রস্তুত।

আমাদের মূল লক্ষ্য
Rights for Distressed Foundation (RDF)

শিক্ষার সুযোগ তৈরি - Rights for Distressed Foundation (RDF)

আপনার দেওয়া প্রতিটি দান সেইসব শিশুদের বিদ্যালয়ে ভর্তি হতে, বই-খাতা ও অন্যান্য শিক্ষা সামগ্রী কিনতে এবং মানসম্মত শিক্ষা গ্রহণ করতে সাহায্য করবে। আপনার সামান্য সহায়তা একজন শিশুর জীবনে আনতে পারে এক বিশাল পরিবর্তন, যা তাকে অন্ধকার থেকে আলোর  আরও পড়ুন>>

Rights for Distressed Foundation (RDF)

বিনামূল্যে কারিগরি শিক্ষা কার্যক্রম RDF

বাংলাদেশে প্রতি বছর হাজারো তরুণ-তরুণী পড়াশোনা শেষ করেও শুধুমাত্র কর্মমুখী দক্ষতার অভাবে বেকারত্বের অন্ধকারে হারিয়ে যায়। প্রচলিত শিক্ষার পাশাপাশি বাস্তবসম্মত ও কারিগরি শিক্ষার অভাবই এর প্রধান কারণ। এই সম্ভাবনাময় তরুণ সমাজকে জনশক্তিতে রূপান্তরিত  আরও পড়ুন>>

Rights for Distressed Foundation (RDF)

সবাইকে সাস্থকর খাবার নিশ্চিত করা RDF

একবেলা পেট ভরে খাওয়ার স্বস্তিটুকুও যখন অনেকের কাছে স্বপ্নের মতো, তখন পুষ্টিকর খাবারের চিন্তা তাদের কাছে বিলাসিতা মাত্র। আমাদের চারপাশে এমন অগণিত শিশু, বয়স্ক এবং অসহায় পরিবার রয়েছে যারা প্রতিদিন অপুষ্টির শিকার হচ্ছে। এর ফলে শিশুরা হারাচ্ছে তাদের  আরও পড়ুন>> 

আপনার হাতেই রয়েছে পরিবর্তনের চাবিকাঠি: RDF-এর মাধ্যমে একটি জীবন বদলে দিন

কখনো কি ভেবে দেখেছেন, আপনার ছোট্ট একটি সিদ্ধান্ত বা সামান্য সহায়তা কীভাবে একজন অসহায় মানুষের পুরো জীবন বদলে দিতে পারে? আপনি হয়তো আপনার দৈনন্দিন জীবনে ব্যস্ত, কিন্তু আপনার একটু সহানুভূতিই হতে পারে অন্ধকারে থাকা কোনো মানুষের একমাত্র আশার আলো।

এর শুরুটা হয় আপনার একটি মানবিক সিদ্ধান্ত থেকে। যখন আপনি RDF-কে আপনার যাকাত, অনুদান বা সহায়তার জন্য বেছে নেন, তখন আমরা আপনার সেই আমানতকে একটি প্রতিজ্ঞা হিসেবে গ্রহণ করি এবং তা সরাসরি পৌঁছে দিই একজন  মানুষের কাছে।

  • ক্ষুধার্তের জন্য: আপনার অর্থ দিয়ে ক্ষুধার্ত কোনো শিশু এক বেলার পুষ্টিকর খাবার পায়, যা তার शारीरिक ও মানসিক বিকাশে সাহায্য করে। আপনি শুধু তার ক্ষুধা মেটান না, তার সুস্থ শৈশব নিশ্চিত করেন।

  • শিক্ষার্থীর জন্য: আপনার সহায়তায় ঝরে পড়া কোনো শিক্ষার্থী আবার স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে স্বপ্ন দেখে। আপনি তার হাতে বই-খাতা তুলে দিয়ে শুধু অক্ষরজ্ঞান দিচ্ছেন না, বরং তার ভবিষ্যৎ গড়ার পথ তৈরি করে দিচ্ছেন।

  • অসুস্থের জন্য: আপনার দানে অসুস্থ কোনো বাবা ফিরে পান তার চিকিৎসার খরচ এবং পরিবারের কাছে সুস্থ হয়ে ফিরে আসার সুযোগ। আপনি একজন ব্যক্তির চিকিৎসা করছেন না, আপনি একটি পুরো পরিবারকে বিপর্যয় থেকে রক্ষা করছেন।

  • বেকার যুবকের জন্য: আপনার পাঠানো অর্থে কোনো বেকার যুবক কারিগরি প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়। আপনি তাকে অর্থ দিয়ে সাহায্য করছেন না, বরং তাকে আত্মমর্যাদা ও আয় করার টেকসই পথ দেখাচ্ছেন।

অর্থাৎ, আপনার দানটি শুধু একটি সাময়িক সাহায্য নয়, এটি একটি স্থায়ী পরিবর্তনের বীজ। আপনি শুধু একজন ব্যক্তিকে সাহায্য করছেন না; আপনি একটি পরিবারকে দারিদ্র্যের চক্র থেকে বের করে আনছেন, একটি শিশুকে উজ্জ্বল ভবিষ্যৎ দিচ্ছেন এবং একজন হতাশ মানুষকে নতুন করে বাঁচার আশা জোগাচ্ছেন।

ভিডিও গ্যালারি
Volunteers
0
Office
0
Projects
0
Missions
0
ফটো গ্যালারি
Our Partners

Live Location

Contact Us

Passport size, maximum 1 MB